সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর শহরের চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সম্প্রতি তাদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে। এর শনিবার রাত ও দিনভর অভিযান চালিয়ে তাদের ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আসামীরা সকলেই সৈয়দপুর শহরের ধলাগাছ সুখীপাড়া এলাকার বাসিন্দা। তারা হলো মৃত আজিবর রহমানের ছেলে মনা (৩০), আব্দুল বারির ছেলে হৃদয় (২৪), রমজানের ছেলে রনি (২০) ও বাবরের ছেলে নয়ন (২৩)।

উল্লেখ্য, মাছ ধরাকে কেন্দ্র করে আসামীদের সাথে নিহত রাফির বিরোধ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে আসামীরা রাফির বাড়িতে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এর ফলে মামলা করলে আসামীরা আরও ক্ষিপ্ত হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এর ১ মাস পরেই পরিকল্পিতভাবে রাফিকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে লাশ ধান ক্ষেতে ফেলে রাখে হত্যাকারীরা। যা লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।