ঝিনাইদহের এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. লিয়াকত শেখকে (৪২) র‌্যাব ১০ গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ জেলার বাস মালিক সমিতির সামনে মোটর সাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখান থেকে পরিত্যক্ত মোটর সাইকেলটি উদ্ধার করে।

তদন্তে জানা যায়, সাইকেলটি ডাক বাংলা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিরাজুল ইসলামের। পরবর্তীতে এসআই সিরাজুল কর্মস্থলে না পৌঁছানোয় সন্দেহের উদ্রেক হয়। পরদিন ২৪ আগস্ট ঝিনাইদহ ভেটেনারি কলেজের পাশের একটি ডোবা থেকে তার পোশাক পরিহিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।

পরবর্তীতে, তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত উক্ত মামলার আসামি লিয়াকত শেখকে মৃত্যুদণ্ড প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ২টা ৩০মিনিটে র্যাব-৪ এর সহযোগিতায় ঢাকা জেলার ধামরাই থানাধীন চর ভাউটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় স্থানান্তর করা হয়।