প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রীম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সংবিধানের মৌলিক অধিকার ও ন্যায্যতার ওপর নির্ভর করেই আদালতগুলো বিচারিক কার্যক্রম পরিচালনা করছে। দেশীয় আইনি ব্যবস্থা পাশাপাশি আন্তর্জাতিক মানে আইনী কার্যক্রম পরিচালনা করে সুপ্রিম কোর্ট এশিয়া উপমহাদেশে প্রশংসিত স্থানে রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ প্রধান বিচারপতির শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ তারিখ অবসর যাচ্ছেন দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তবে সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আজ বৃহস্পতিবার তার শেষ কর্মদিবস ছিল।