ঢাকার কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসায় বিস্ফোরণের মামলায় গ্রেফতার তিন নারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলামের আবেদনে গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। তিন নারী হলেন- উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক আল আমিনের স্ত্রী আছিয়া বেগম (২৮), তার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০), আসমানী খাতুন (৩৪)।
গত ২৮ ডিসেম্বর এ তিন আসামীর তিন দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। তার আগের দিন ২৭ ডিসেম্বর তাদের দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টার পর কেরাণীগঞ্জে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল নামে একটি মাদরাসায় ব্যাপক বিস্ফোরণ হয়। এতে মাদরাসার দুটি কক্ষের দেয়ালগুলো ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় মাদরাসার পরিচালক আল আমিন শেখ (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়ের (১০) ও আব্দুল্লাহ (৭) আহত হন। আহত স্ত্রী-সন্তানকে ফেলে রেখেই আল আমিন পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর মাদরাসাটি থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের তথ্য দেয় পুলিশ। পরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. লিটন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।