সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি পর্যবেক্ষণ করেছেন সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।

গতকাল রোববার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বসে তিনি শুনানি পর্যবেক্ষণ করেন।

আপিল শুনানি শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

পরে আদালতে আপিলের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক।

শুনানি শেষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, বর্তমানে নেপালের প্রধান বিচারপতি বাংলাদেশ সফর করছেন। বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের শুনানির মধ্যে প্রধান বিচারপতি বললেন, নেপালের প্রধান বিচারপতি আজকে আমাদের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ মামলা সংক্রান্ত বিষয়ে আমাকে ও ব্যারিস্টার এহসান সিদ্দিককে দুটি পয়েন্টে শুনানি করতে বললেন ।আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছি।