জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায় ঘোষণা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণার পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, এই রায়ের মাধ্যমে আদালত দেশের মানবতাবিরোধী অপরাধের ইতি ঘটাবে বলে আশা করছি। যাতে ভবিষ্যতে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, । বিচ্ছিন্ন ঘটনা বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারবে না। আইন ও ন্যায় বিচার তার গতিতে চলবে। বিচার বানচালের উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে, বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

পলাতক শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।