হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটিকাটা ও বালুতোলার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গভীর রাতেও একাধিক অভিযান পরিচালিত হলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অভিযান চলাকালে ব্যবহৃত যন্ত্রপাতি বিকল করা, মালামাল জব্দসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মুমিন জানান, বিগত এক মাসে হাটহাজারী উপজেলায় অন্তত ১১টি অভিযানে ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট প্রায় ১৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং বিভিন্ন মেয়াদে ৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, ৭ জানুয়ারি ২০২৬ গভীর রাতে পরিচালিত এক অভিযানে অপরাধীরা পালিয়ে গেলেও একটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়। ৩ জানুয়ারি পরিচালিত অভিযানে অপরাধীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
এর আগে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়ের হওয়া ২টি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ৬টি মামলায় ৬ লক্ষ টাকা জরিমানা এবং ৬ জনকে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ১৭ ডিসেম্বর ১টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা, ২৪ নভেম্বর ১টি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
২০ নভেম্বর দায়ের হওয়া মামলায় ২ লক্ষ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড এবং ৮ নভেম্বর দায়ের হওয়া মামলায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ৩ ডিসেম্বর, ২১ অক্টোবর ও ১৭ অক্টোবর ২০২৫ তারিখে পরিচালিত পৃথক অভিযানে অপরাধীরা পালিয়ে গেলেও অভিযান অব্যাহত রাখা হয়।