সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের গোশত, মাথা, পা ও ফাঁদসহ ২ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটকরা হলেন-খুলনা জেলার কয়রা উপজেলার আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা ও জিয়ারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টায় খুলনা জেলার দাকোপের সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালীন সেখান থেকে সাড়ে ২১ কেজি হরিণের গোশত, একটি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন শিকারিকে আটক করা হয়। জব্দ করা হরিণের গোশত, মাথা, পা, ফাঁদ এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
আইন ও আদালত
সুন্দরবনে সাড়ে ২১ কেজি হরিণের গোশতসহ ২ শিকারি গ্রেফতার
সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের গোশত, মাথা, পা ও ফাঁদসহ ২ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।