সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় খায়রুল হক কুলাঙ্গার, ফ্যাসিবাদের তাঁবেদার,শেখ হাসিনার তাঁবেদার, খায়রুল হক কুলাঙ্গার সহ নানা স্লোগান দেন আইনজীবীরা।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল বের হয়। পরে মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকা জেলা ও দায়রা জজ, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা খায়রুল হকের গ্রেপ্তার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর। তাকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এখনো দেশের উচ্চ ও অধস্তন আদালতে দলবাজ ও ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল আছে উল্লেখ করে আইনজীবী নেতারা তাদের অবিলম্বে অপসারণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য দেন।