লালমনিরহাটে পরকীয়ার জেরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন, লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হায়দার আলী।
লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান,
পরকীয়ার জেরে গ্রাম্য ডাক্তার রাব্বানী জনৈক জলিলের স্ত্রী মোমিনা (২৭)কে চিকিৎসা করাকালে পল্লী চিকিৎসক আসামী রাব্বানীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।এক পর্যায়ে চেতনা নাশক ঔষধ সেবন করায়ে শ্বাসরোধ পূর্বক জলিলকে হত্যা করে।
এ মামলায় অপরাধ রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রমাণিত এজাহার নামীয় হাজতি আসামি ১। লালমনিরহাট পৌরসভার সাপটানা মাঝাপাড়া এলাকার মোঃ রহমত আলী মোল্লার মেয়ে মোছাঃ মমিনা বেগম(২৭) কে ও ২। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসামত ঢঢগাছ পাঙ্গাটারী এলাকার মোঃ রজমান মুন্সির ছেলে গোলাম রব্বানী (২৮) কে রোববার ৩০ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকেলে ওই আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।