ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনসহ তার দুই সহযোগী আরিফ ও রেজাউল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লোকমান হাকিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা এলাকায় ত্রাস হিসেবে পরিচিত।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাঙ্গালী, করতোয়া, ফুলজোড়, হুড়াসাগর নদী খনন প্রকল্পের শাকদহ এলাকার ১৮ লাখ ঘনফুট উত্তোলিত মাটি ও বালু বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় থেকে গত বছরের ১৫ আগস্ট নিলামে বিক্রি করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বিক্রি করা চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহ এলাকার ১৮ লাখ ঘনফুট বালু নিলাম ডাকে কিনে নেন বগুড়ার সদরের জাহাঙ্গীর আলম।