ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। গতকাল সোমবার বিকেলে এ বিষয়ে আবেদন গ্রহণ করে চেম্বার আদালতের বিচারক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের আদেশকে সিএমপি ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছেন। অর্থাৎ, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা রইলো না।

তিনি বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আমরা সিএমপি দায়ের করবো। আশা করি গুরুত্বের বিচারে আগামীকালই (মঙ্গলবার) এ ব্যাপারে বাকি শুনানি হবে। তবে এই সময়ের মধ্যে হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ, ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসব-উৎসাহ এসব বিষয়ে কোনো স্থগিতাদেশ থাকলো না।

এর আগে একই দিন এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ বিষয়ে ব্রিফিংকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। এরমধ্যেই সোমবার বিকেলে বিষয়টি নিয়ে আবেদন গ্রহণ করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র সাতবার হয় ডাকসু নির্বাচন। যারমধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

শিক্ষার্থীদের উল্লাস: ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাস করে হলে ফিরেন। সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে স্থগিত আদেশের ব্যাপারে জানতে পেরে উল্লাস করতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন স্থগিতাদেশের খবর শুনে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আসেন। সেখানে তারা অবস্থান গ্রহণ করে ডাকসুর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে বিকেলে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। এই আদেশের সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পরে চেম্বার জজ আদালত আদেশ স্থগিত করেন।

ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, ডিএমপি কমিশনার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চন ভন্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডাকসু নিবার্চন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া সব নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যারা ডাকসু নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবো। সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।