নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবমাননা করে দেওয়া বিরূপ মন্তব্যের কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল প্রসিকিউশন।
সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার দাখিল করা লিখিত ক্ষমা প্রার্থনার আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন।
ট্রাইব্যুনালকে ফজলুর রহমান বলেন, আল্লাহর পরে আপনাদের সম্মান। হয়তো আমার স্লিপ অব টাং হয়ে যেতে পারে। আমিও মানুষ। আমার জীবনে আর এ রকম হয়নি। আমি ক্ষমা চাই।
গত ৩০ নভেম্বর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের প্রশ্নে ব্যাখ্যা চাইতে ট্রাইব্যুনাল ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল।
শুনানিকালে ট্রাইব্যুনাল মন্তব্য করে, ‘এ ধরনের বিরূপ মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল’। এরপরই অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, ফজলুর রহমান ট্রাইব্যুনালে লিখিত নিঃশর্ত ক্ষমা জমা দিয়েছেন।
লিখিত ক্ষমা ও আচরণের ব্যাখ্যা বিবেচনায় নিয়ে আদালত আজ অবমাননা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়।