দেশের প্রথিতযশা আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোকাহত সুপ্রিম কোর্টের সহকর্মীরা। গতকাল সোমবার তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় আদালত প্রাঙ্গণে। প্রথিতযশা এই আইনজীবীর প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ আধাবেলা বন্ধ ছিল।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারকাজ বন্ধ রাখার এ ঘোষণা দেন। ফলে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আধাবেলা বিচারকাজ বন্ধ ছিল।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলে। হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা সোয়া ১টা পর্যন্ত। এরপর উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেলা ১১টায় সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগানে আবদুর রাজ্জাকের জানাযা অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে ৪টা ১০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামীপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেছিলেন। ২০১৯ সালে আবদুর রাজ্জাক জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে আত্মপ্রকাশ করা এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি এই দল থেকেও পদত্যাগ করেন।

জামায়াতের সাবেক নেতা আবদুর রাজ্জাক ২০১৩ সালে যুক্তরাজ্যে যান। ১১ বছর পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরেন তিনি। আবদুর রাজ্জাকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।