হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী বড়দিঘীর পাড় মোড়ে রাস্তায় ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার অভিযোগে গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে তিনটি মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন। তিনি বলেন, “রাস্তা ও জনপথ দখল করে ব্যবসা করার সুযোগ নেই। আমরা দুপুরেও দোকানদারদের সতর্ক করেছি। তারপরও নির্দেশনা না মানায় আইনগত ব্যবস্থা নিতে হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।”

অভিযানে বারবার নিষেধের পরও সড়কে মালামাল রাখায় একটি ছোট ফ্রিজসহ আইসক্রিম জব্দ করা হয়। পরে জব্দকৃত আইসক্রিম ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, দুপুরে সংশ্লিষ্ট দোকানদারকে ফুটপাত ও রাস্তা দখল না করে মালামাল দোকানের ভেতরে রাখতে অনুরোধ করা হয়েছিল।