জামালপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়ে আসামী জিয়াউল হক (৪০) কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত। ৫ মে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল-২ এর বিচারক জ্যেষ্ঠ জেলা জাজ মো. শহিদুল ইসলাম এই রায় দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার দীঘল কান্দি গ্রামের মৃত নুরুল মন্ডলের ছেলে জিয়াউল হককে তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে চানাচুর দেওয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির নানা মনির উদ্দীন বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।