বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত মালামাল লুট করা সহ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার নগরকুমারি হাটে অভিযান চালানোর পর ফেরার পথে ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজওয়ানুল মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়সহ মজুদকৃত পলিথিন জব্দ করা হয়। এরপর জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এসময় তারা ভ্যানে থাকা জব্দকৃত পলিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এবং আদালতের পেশকারের উপর চড়াও হয়। তিনি জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে কতিপয় ব্যক্তি তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। কতিপয় ব্যক্তি জটলা সৃষ্টির চেষ্টা করলে পরে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও মব সৃষ্টি করে জব্দকৃত মালামাল লুট করে। পরে লুটকৃত মালামাল উদ্ধার হয়েছে। এই ঘটনায় হায়দার আলী ও হাসান আলী নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে হাসান আলি নামের একজনকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরজন হায়দার আলী সহ ১৬ জনের নামে সরকারি কর্মকাণ্ডে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।