DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

আদালত

জুয়ার টাকা সংগ্রহ করতে সহকর্মীকে হত্যা

বন্ধুর ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে রাখে লাশ। এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। তেমনই একটি ঘটনার রহস্য উদঘাটন করেন নরসিংদীর পিবিআই। বুধবার (৫ মার্চ)

জেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

বন্ধুর ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে রাখে লাশ। এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। তেমনই একটি ঘটনার রহস্য উদঘাটন করেন নরসিংদীর পিবিআই। বুধবার (৫ মার্চ) দুপুরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই মাস আগে চাকরি হারায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে তারা। জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে দুই বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করে তাদেরই সহকর্মীকে গত ১১ ফেব্রুয়ারি। সন্ধ্যায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তিরভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাবার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌছলে পূর্ব থেকে ওত পেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে।