সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিদেশ পাঠানোর কথা বলে ১ কোটি ০৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী হলেন- উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামের ৬নং ওয়ার্ডের অধির চন্দ্র দাসের ছেলে সজিব চন্দ্র দাস (২৬) অভিযোগে সূত্রে জানা গেছে, ২০২২ সালের আগস্টে ৫ তারিখ বন্ধু শ্রী সমীর চন্দ্র দাস আমাকে অনলাইন ই ভিসার কেনিয়ার নিয়ে ওখান থেকে কানাডায় নেওয়ার কথা বলে প্রথমে ইথিওপিয়ায় এক হোটেলে আমাদের স্বামী-স্ত্রী দুজনেকে ৪ মাস রাখেন পরে ১০.১০.২০২২ সালে ওখান থেকে কেনিয়া নিয়ে এক হোটেলে ৪ মাস রাখেন। দীর্ঘ আট মাসে আমাদের কানাডায় না পাঠালে আমরা বুঝতে পারি আমরা প্রতারকচক্রেড়র হাতে পরেছি। এর পর আমারা আইন শৃংখলা বাহিনী র্যাবের সহযোগীতায় কেনিয়া থেকে আমাদেরকে ৮.০৩.২০২৩ ইং তারিখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে আমি সমীর চন্দ্র দাস বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা করি (মামলা নং সিআর-৩৯০/২৩)। মামলাটি তদন্ত পত্রিয়া শেষে আসামীদের সমন দেওয়া হলে তারা না হাজির হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট বের হয়।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন, প্রতারণার মামলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলার (মামলা নং সিআর-৩৯০/২৩) অভিযোগে ওয়ারেন্ট আসামী সজিব দাসকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।