সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর সৃষ্ট আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে।

রবিবার (২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চেয়ে করা আপিলের পঞ্চম দিনের শুনানি শেষ হয়।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়েছিল ১৯৯৬ সালে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। কিন্তু এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

পরে ২০১১ সালের ১০ মে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঐ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন।

রায়ের পর সরকার ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। ৩ জুলাই প্রকাশিত গেজেটের মাধ্যমে সংশোধনী কার্যকর করা হয়।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি রিভিউ আবেদন দাখিল করেন।

তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৭ আগস্ট আপিল বিভাগ লিভ মঞ্জুর করে ২১ অক্টোবর থেকে আপিল শুনানির দিন নির্ধারণ করে।

এর মধ্যেই, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা করে রায় দেন।