সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার বিষয়ে সতর্ক করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মারফতে অত্র কোর্টের ইহা গোচরীভূত হয়েছে যে, শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেপ্তার/আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সোপর্দ করা শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার না থাকায় উক্তরূপ সোপর্দ করা শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যে কোনো আদেশ/সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা অপারগতা প্রকাশ করে থাকে।

ফলে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখাসহ অত্র কোর্ট কর্তৃক নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হলো।

ক. শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং মো. হৃদয় বনাম রাষ্ট্র (১৫ ঝঈঙই [২০২১] ঐঈউ, পৃষ্ঠা-১৩) মোকদ্দমায় হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিকসহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যে কোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্ব প্রাপ্ত বিচারক আদালতে সরেজমিনে (ওহ চবৎংড়হ) উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এর বিধিবিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।

খ. সরকারি কার্যদিবসের ন্যায় ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশু (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর জাবানবন্দি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।

গ. আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) জবানবন্দি রেকর্ড প্রযোজ্য ক্ষেত্রে তাদের জিম্মা, হেফাজতসহ অন্য যে কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে আটক/ গ্রেপ্তারের পর পুলিশ কর্তৃক জামিন প্রদান না করা হলে উক্তরূপ শিশুর জবানবন্দি রেকর্ড, তার বয়স নির্ধারণ, রিমান্ড, নিরাপদ হেফাজতসহ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও অভিযুক্ত/আটককৃত শিশুকে সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন করবে।

ঘ. আইনের সংস্পর্শে আসা শিশু ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের হেফাজত, জামিন, রিমান্ড, বয়স নির্ধারণসহ যে কোনো অন্তর্বর্তী বিষয়ে সরকারি কার্যদিবসের ন্যায় সরকারি ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট শিশু আদালত শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮), মো. হৃদয় বনাম রাষ্ট্র (১৫ ঝঈঙই [২০২১] ঐঈউ, পৃষ্ঠা-১৩) মামলায় প্রদত্ত নির্দেশনাসহ অত্র বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক নিষ্পত্তি করবে।

ঙ. শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এর বর্তমান অস্পষ্টতা ও অসংগতি দূরীকরণার্থে শিশু আইন সংশোধন কিংবা অত্র কোর্ট কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লেখিত নির্দেশনাবলী কার্যকর/বহাল থাকবে