শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা শ্রীপুরের আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ১৭ মে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত এ্যাটর্নি জেনারেল পদ মর্যাদার আইনজীবী এহসানুল হক সমাজী উপস্থিত থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসানের আদালতে ১২ মে মঙ্গলবার বেলা ১১ টায় যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ১৭ মে রায় ঘোষণার দিন ধার্য করেন।

এহসানুল হক সমাজী যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের জানান, আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায়, মামলার তদন্ত কর্মকর্তা অনুসন্ধান শেষে বিজ্ঞ আদালতে যে সকল মৌখিক ও দালিলিক সাক্ষ্য উপস্থাপন করেছেন তা সাক্ষ্য আইনের ৩ ধারায় প্রসিকিউশনের আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা এই মামলায় আসামী হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী, মেডিকেল এভিডেন্স ও পারিপার্শ্বিক সাক্ষ্য যদি আমরা কমপেয়ার করি তাহলে দেখা যায় আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ পুঙ্খানুপুঙ্খরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছি।