জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা তানজির আহমেদ রাজিবকে আগামী ২৭ নবেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল বুধবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তিনি এ মামলায় রাজিবের প্রোডাকশন ওয়ারেন্ট চান। পরে তা মঞ্জুর করে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
প্রসিকিউশন জানায়, এলাকায় আওয়ামী সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজিব। এরই মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি। তবে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে গৌরীপুরে হত্যাযজ্ঞের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়ায় প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়।
জানা গেছে, ২০২২ সালে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন রাজিব। তিনি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে।
এর আগে, ২৮ সেপ্টেম্বর এ মামলায় গৌরীপুর থানার সাবেক এসআই শফিকুল আলমসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়। এসআই শফিকুল ছাড়া অন্য আসামিরা হলেন- একই থানার তৎকালীন এএসআই দেলোয়ার হোসাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ ও আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের শহীদ হন। আহত হন অসংখ্য ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।