সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান ওই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের নাম ওয়াহেদুজ্জামান। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আদালত সূত্র জানায়, সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে ওয়াহেদুজ্জামান টাকার জন্য মা-বাবার উপর অত্যাচার করতেন। বিগত ২০২৪ সালের (২৫ ফেব্রুয়ারি) তার মা ছেলের অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তার বাবা আব্দুস সামাদ একাই বাড়িতে ছিল। রাতে মাদকের টাকার জন্য ছেলে ওয়াহেদুজ্জামান বাবাকে চাপ দিতে থাকে। টাকা দিতে অস্বীকার করলে তিনি শয়ন কক্ষে বাবা আব্দুস সামাদকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।