রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হক প্রামাণিকের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
গতকাল রোববার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান খানের আদালতে এ আদেশ প্রদান করা হয়। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা, হত্যা চেষ্টা ও দুইটি হত্যা মামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ব্যাপারে তিনি মহামান্য হাইর্কোটে আগাম জামিন গ্রহন করেন। গতকাল জামিন মেয়াদের শেষ দিনে আব্দুল হক প্রামাণিক রংপুর মহানগর জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
আব্দুল হক প্রামাণিক রংপুর বার এসোসিয়েশনের দুই বারের সাবেক সভাপতি এবং তিন বারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে তিনি অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গতকাল ১৩ জুলাই রোববার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ মশিউর রহমান খান মামলার শুনানী শেষে জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাভোকেট মোহাম্মদ আব্দুল হক প্রামাণিক ৩ টি হত্যা ও ১ টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তি হওয়া ৩ টি হত্যা ও ১ টি হত্যাচোষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মেরাজুল ইসলাম মিলন হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামী। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামী।