জামালপুরের সরিষাবাড়ীতে অনুমতি ছাড়া পরিচালিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে এবং একটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।
অভিযানে মাতৃছায়া হাসপাতালের অপারেশন থিয়েটার, পপুলার ডায়াগনোস্টিক সেন্টার এবং ল্যাব ওয়ান ডায়াগনোস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। মাতৃছায়া হাসপাতালে অনুমোদন না থাকায় অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া অনুমোদন না থাকায় পপুলার ডায়াগনোস্টিক সেন্টার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং ল্যাব ওয়ান ডায়াগনোস্টিক সেন্টারে পরমাণু কমিশনের অনুমতি না থাকায় এক্স-রে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে মাতৃছায়া হাসপাতালকে ২,০০০ টাকা, পপুলার ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০০ টাকা এবং ল্যাব ওয়ান ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
সরকারি তথ্যমতে, সরিষাবাড়ীতে ১৭টি ডায়াগনোস্টিক সেন্টার ও তিনটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তবে ২০২৪-২৫ অর্থবছরে মাত্র দুটি প্রতিষ্ঠান অনুমোদনের জন্য আবেদন করেছে। বাকি প্রতিষ্ঠানগুলো অনুমতি ছাড়া পরিচালিত হচ্ছে। বেশিরভাগ ডায়াগনোস্টিক সেন্টারে অভিজ্ঞ টেকনিশিয়ান নেই, এক্স-রে অনুমোদন নেই, পরিবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং নির্ধারিত মূল্য তালিকা টানানো হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল বলেন, “বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই ও ল্যাব পরিদর্শন করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। অনিয়ম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”