চিরিরবন্দর, দিনাজপুর সংবাদদাতা : চিরিরবন্দরের বিন্যাকুড়ির তালদিঘী এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার এবং তার অটোবাইকটিও উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় লাশের খবর পেয়ে চিরিরবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে এই হত্যাকন্ডের সাথে জড়িত থাকা অভিযোগে পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন এর নির্দেশে ৮ সেপ্টেম্বর এএসপি (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম ও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে অল্প সময়ের ব্যবধানে ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ হোসেন, মোফাজ্জল হোসেন বাবু ও মমিনুল ইসলাম মোমিন। তাদেরকে সকলকে চিরিরবন্দরের হাশিমপুর ও দগড়বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানতে পেরেছে তার নাম ফজলে রাব্বী। সে দিনাজপুর পৌরসভার রামনগর এলাকার মৃত ঝন্টু মিয়ার ছেলে। পেশায় একজন অটো চালক। নিহতের চাচা বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেছে বলে জানা গেছে।