নেজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শশাংক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ইসি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নেজামে পার্টির নিবন্ধন না দেওয়ায় দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার পিটিশনার হয়ে হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন।

পিটিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। অন্যদিকে ইসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

শুনানি শেষে নেজামে পার্টির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলেল সংখ্যা আরও একটি বৃদ্ধি পেল।