রংপুর সফররত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গতকাল ৬ এপ্রিল রোববার রংপুর জেলা জজ আদালতসহ বিভিন্ন আদালত এবং ট্রাইবুন্যাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং পরে শহীদ আবু সাঈদের শহীদের কবর জিয়ারত করেছেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ জেলা জজ আদালত চত্বরে এসে পৌঁছলে বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি আদালত চত্বরে একটি হাঁড়িভাঙ্গা আমের চারা রোপন করেন। এরপর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ জেলা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন আদালত, চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন। এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফজলে খোদা নাজির, মহানগর দায়রা জজ মশিয়ার রহমান, চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলকার নাইন সহ অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রংপুরের বৈষম্য বিরোধি আন্দোলনে শহীদ আবু সাঈদের পীরগঞ্জের বাবনপুর গ্রামের বাড়িতে শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মুখে শহীদ আবু সাঈদে চত্বর পরিদর্শন করেন।