বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেলা সুপার, কাওয়ালীন নাহার।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে তাকে মুক্তি দিয়ে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।

গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলীবিদ্ধ হন এনামুল হক (৩৫)। এ ঘটনায় ৩ মে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা নালিশি মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৯ এপ্রিল মামলাটি এজাহারভুক্ত করে ভাটারা থানা।

আইনজীবী আরও জানান, নুসরাত ফারিয়া ওই সময় দেশে ছিলেন না। ৯ জুলাই শুটিংয়ের জন্য কানাডায় যান এবং ১৪ আগস্ট দেশে ফেরেন। তিনি আন্দোলনের কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না, এমনকি রাজনৈতিকভাবে কোনো পক্ষের সঙ্গে তার সংশ্লিষ্টতাও নেই।

শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়। এছাড়া ‘হিরো ৪২০, ‘বাদশা-দ্য ডন, ‘বস-টু, ‘ধ্যাততেরিকি’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।