নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিকাশ গাইন হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপরজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু আফতাব স্বপন (৩৪) ডেমরার বামাইল পশ্চিমপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে এবং অপর সাজপ্রাপ্ত সবুজ গাইন (৩০) রবিশালের মেহেন্দীগঞ্জের দেবেন গাইনের ছেলে।
নিহত বিকাশ গাইন বরিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে।
মামলার নথিসূত্রে জানা যায়, ভ্যানচালক বিকাশ গাইন ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ছুরিকাঘাতে খুন হন। এই ঘটনায় তার বড় ভাই গোবিন্দ লাল গাইন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে পরে পুলিশ এই ঘটনায় নিহতের দুই বন্ধু- আফতাব ও সবুজকে গ্রেপ্তার করে।