দুর্নীতির মামলার আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার পরিবারের সাত সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির এ মামলায় শেখ হাসিনার ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীও এ মামলার আসামি।

এর মধ্যে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির অনুমতি দিয়েছে আদালত।

বাকিদের বিরুদ্ধেও শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন সাংবাদিকদের এক প্রশ্নে বলেছেন, ‘তদন্তে যিনি সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হবেন, তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, গ্রেফতারি পরোয়ানা বা অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাদের স্বাধীনতা রয়েছে। তারা আইনি কাঠামোর মধ্যেই এসব পদক্ষেপ নিতে পারেন।’

এ বিষয়ে আবেদন করতে দুদক ইতোমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে শুরু করেছে বলে জানা গেছে।