জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বছর ২০২৫ সালে দেশজুড়ে আইনশৃক্সখলা পরিস্থিতি ছিল টালমাটাল। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিস্ট শক্তির ইন্ধনে মবসৃষ্টি, চোরাগুপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হত্যাকান্ডসহ সংঘটিত হয়েছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা। পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়লে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরও ঝটিকা মিছিল করে আইনশৃক্সখলার অবনতি ঘটানোর চেষ্টা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে থাকলেও অপরাধীরা ছিল বেপরোয়া।
দেশে আইনশৃক্সখলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে বছরের শুরুর দিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে সেনা-পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়। এ অভিযানেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালু করা হয়। এরই মাঝে বিভিন্ন সময় বেশ কয়েকটি ঘটনা ঘটলেও বছরের শেষে ডিসেম্বরে রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী ওসমান হাদীকে প্রকাশ্যে গুলী করে হত্যার ঘটনা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় রাজধানীসহ দেশ উত্তাল হয়ে ওঠে। ওসমান হাদীর খুনিরা এখনো ধরাপড়েনি। এ ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হয় আইনশৃক্সখলা পরিস্থিতি। এছাড়াও বছরজুড়ে সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি ছিল। জোরপূর্বক বাংলা ভাষাভাষি বহু মানুষকে আটক করে অমানবিকভাবে পুশ ইন করে বিএসএফ। বাংলাদেশের কড়া প্রতিবাদ সত্ত্বেও থেমে থেমে দুই সহ¯্রাধিক মানুষকে বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে।
আলোচিত ঘটনা: ২০২৫ সালের ৯ জলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ একদিন পর ভাইরাল হলে দেশজুড়ে চাঁদাবাজদের বিরুদ্ধে সরব হয় সবাই। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সে সময়ে। বছরের শুরুতে ১০ জানুয়ারি রাতে ঢাকার এলিফ্যান্ট রোডে ব্যস্ত সড়কে প্রকাশ্যেই ২০-২৫ জন দুর্বৃত্তের এক থেকে দেড় মিনিটের অতর্কিত হামলার শিকার হন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান) যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক। এ ঘটনার ১০-১২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা দেখে আঁতকে ওঠে সাধারণ মানুষ। দুর্বৃত্তরা মুখ ঢেকে, হেলমেট পরে চালায় এ হামলা। মার্চ মাসে, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সিএক শিশু। পরে তার মৃত্যু হয়। শিশুটির ওপর নির্মম এই নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে সমালোচিত হয়। ক্ষোভ সৃষ্টি হয় সাধারণ মানুষের মাঝে। শুরু হয় বিক্ষোভ-সমাবেশ। বছরের শুরুতে এটি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। এরপরও চলতে থাকে এ ধরনের ঘটনা। ৮ মার্চ রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন অন্তঃসত্ত্বা এক নারী। একই রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন মেয়েটির সৎ বাবা। ১০ মার্চ রাঙামাটি জেলা শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ কুমার চাকমা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় ১০ মার্চ বিকেলে ১৫ বছর বয়সি অভিযুক্ত কিশোরকে গ্রেফতারও করে পুলিশ। ঘটনার পর সামনে আসে ৫ আগস্ট পরবর্তীসময়ে জামিনে ছাড়া পাওয়া অপরাধ জগতের শীর্ষ দুই মাফিয়ার নাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৫ ও ১৬ আগস্ট কারাগার থেকে জামিনে বের হয় এই দুই সন্ত্রাসী। কারাগারে থাকা অবস্থায়ই তারা নিয়ন্ত্রণ করতো অপরাধ জগৎ। ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে চরমপন্থি দুই গ্রুপের মধ্যে গোলাগুলীতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ নেতা, একাধিক হত্যা, চাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি হানিফসহ (৫০) তিনজনকে হত্যা করা। হত্যার বিষয়ে চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠান। চরমপন্থি নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকু-ুনিবাসী হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে সোনা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলী ও ছুরিকাঘাত করে প্রায় ১৬০ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাটির ৩১ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও ১১ জুলাই সকালে শ্যামলীতে ঘটে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা শুধু টাকা-পয়সা বা ব্যাগই নয়, ভুক্তভোগীর গায়ের জামা ও পায়ের জুতাও ছিনিয়ে নিয়েছে। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় এবং সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটনে মেলে আরও চাঞ্চল্যকর তথ্য। ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেফতার হয় এবং ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়। ১০ নভেম্বর প্রায় ২৯ বছর আগের একটি হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ হাজিরা দিতে যান তারিক সাইফ মামুন। ফেরার পথে বেলা ১১টার দিকে আদালতপাড়ার কাছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুন হন তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাসপাতালের প্রবেশমুখে হঠাৎ দুই দুর্বৃত্ত তার পেছনে এসে খুব কাছ থেকে একাধিক গুলী চালান। গুলী লেগে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা স্বাভাবিক ভঙ্গিতে ঘটনাস্থল ত্যাগ করেন। এবছরের ২৩ ফেব্রুয়ারি রাতে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরে একটি রিকশা থামিয়ে দুই তরুণ ছিনতাই করে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বোরকা পরা আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে আসতে দেখা যায়। সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। এমন ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়ায় জনমনে। ২০২৫ সালের ১০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি-৭ এ মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা একটি নির্মাণাধীন ভবনের সামনে পিস্তলের ১০টি গুলী ছোড়ে। একটি ভবনের ফটকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরা। নির্মাণাধীন ভবনগুলো থেকে চাহিদামতো চাঁদা না পাওয়ায় গুলী ছুড়ে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। এছাড়া প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকা-টি ছিল বেশ আলোচিত। হত্যার শিকার পারভেজের মিডটার্ম পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে ১৯ এপ্রিল বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের সামনের একটি শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন, হাসাহাসি করছিলেন। তাদের পেছনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ও তাদের বন্ধু প্রাইমএশিয়ার মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাথির হাসান। একপর্যায়ে পারভেজদের হাসাহাসি নিয়ে এই শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করলেও পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে এবং তাকে হত্যা করা হয়।
এদিকে ২৫ মে রাতে বাড্ডা এলাকায় বন্ধুদের সঙ্গে দোকানের সামনে বসে চা পান করছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এমন সময় হঠাৎ দুজন লোক তাকে প্রকাশ্যে গুলী করে হত্যা করে। এ হত্যাকা-ে কারা অংশগ্রহণ করেছে, হত্যার নেপথ্যে কারা কিংবা কেন সাধনকে হত্যা করা হয়েছে, হত্যাকা-ের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও ব্যবসা, আধিপত্য এবং আন্ডারওয়ার্ল্ডের গডফাদারের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। ১১ নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলী করে হত্যা করা হয় সন্ত্রাসী তারেক সাইদ মামুনকে। আদালতপাড়ায় মামুনকে হত্যার খবর ছড়িয়ে পড়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। ১৫ নভেম্বর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামকে গুলী করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৭ নভেম্বর পল্লবীতে একটি হার্ডওয়্যারের দোকানে প্রবেশ করে মুখোশ ও হেলমেট পরা সন্ত্রাসীরা গুলী করে হত্যা করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। আগের মাসে চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে দিনদুপুরে বিএনপি সমর্থিত এক ব্যবসায়ীকে গুলী করে হত্যা করা হয়। এসব হত্যাকা-ে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার: ২৭ মে ভোরে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অন্য দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড অ্যামোনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা: ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলী ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ সদর দফর জানায়, চলতি বছরের (২০২৫) ১১ মাসে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে এক লাখ ৬৮ হাজার ৫০৫টি। এর মধ্যে জানুয়ারিতে ১৪ হাজার ৫৭২টি, ফেব্রুয়ারিতে ১৩ হাজার দুটি, মার্চে ১৬ হাজার ২৪০টি, এপ্রিলে ১৬ হাজার ৩৬৮টি, মে মাসে ১৬ হাজার ৪৫টি, জুনে ১৫ হাজার ১৬৭টি, জুলাইয়ে ১৫ হাজার ৩৮৯টি, আগস্টে ১৫ হাজার ৬৫৬টি, সেপ্টেম্বরে ১৫ হাজার ৪৩১টি, অক্টোবরে ১৬ হাজার ১৭০টি এবং নভেম্বরে ১৪ হাজার ৪৬৫টি মামলা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ২৯৪ জন, ফেব্রুয়ারিতে ৩০০ জন, মার্চে ৩১৬ জন, এপ্রিলে ৩৩৬ জন, মে মাসে ৩৪১ জন, জুনে ৩৪৪ জন, জুলাইয়ে ৩৬২ জন, আগস্টে ৩২১ জন, সেপ্টেম্বরে ২৯৭ জন, অক্টোবরে ৩১৯ জন এবং নভেম্বরে ২৭৯ জন খুনের ঘটনায় মামলা হয়েছে। গত ১১ মাসে দেশে তিন হাজার ৫০৯টি হত্যা মামলা হয়েছে।