লালমনিরহাটে বিএনপি নেতার নেতৃত্বে ১৪ শতক জমি দখলে নিয়ে ঘুর নির্মাণের অভিযোগ। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. খালেকুজ্জামান ওরফে খালকু ও হাড়ীভাংঙ্গা দাখিল মাদরাসার সুপার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মরহুম মজিদ আমিনের ছেলে মাহফুজ খানের ১৪ শতক জমি গত ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ। জবর দখল করে টিন সেটের বেড়া দিয়ে রাখে। এখন দখলে নিয়ে রোববার সকাল ১১ টা থেকে টিন সেটের ঘর নির্মাণ করছে বলে ভুক্তভোগীরা জানান। ওই ১৪ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছিল। ওই মামলায় নিম্ন আদালত, জজ আদালত ও অবশেষে হাই কোর্ট করেও রায় না পেয়ে। ক্ষিপ্ত হয়ে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিংগার গ্রামের মৃত্যু খাজির উদ্দিনের ছেলে ও ওই ওয়ার্ড বিএনপির সদস্য মো. খালেকুজ্জামান ওরফে খালকু ও হাড়ীভাঙ্গা দাখিল মাদরাসার সুপার মো. লুৎফর রহমান মহামান্য হাইকোর্টের আদের্শ অমান্য করে। প্রথমে দখল করে নেয়। পরে রোববার ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ। ওই জমির ওপর টিন সেট ঘর নির্মাণ করে। ওই ২ বিএনপি নেতার ভয়ে ওই জমির প্রকৃত মালিক মুখ খুলতে পারছে না। গত ৫ আগষ্ট ২০২৪ ইং তারিখের পর বিএনপি নেতা খালকুর নেতৃত্বে বুড়িরবাজার এলাকা আতংকের জনপদ হিসেবে গড়ে উঠেছে। মহেন্দ্রনগর ইউনিয়নের ওই বিএনপি নেতার ভয়ে কেউ মূখ খুলতে পারে না। তার নেতৃত্বে দখল- বাজিতে অতিষ্ঠ ভোক্তভোগী পরিবার। মহামান্য হাইকোর্টের আদের্শ অমান্য করে। মাহফুজ খানের ১৪ শতক জমি দখলে নিয়ে টিন সেটের ঘর নির্মাণ করার ঘটনায় বিএনপির কর্মকাণ্ড নিয়ে। আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
আদালত
হাইকোর্টের আদেশ অমান্য করে জমি দখল
লালমনিরহাটে বিএনপি নেতার নেতৃত্বে ১৪ শতক জমি দখলে নিয়ে ঘুর নির্মাণের অভিযোগ। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. খালেকুজ্জামান ওরফে খালকু