সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার ( ২১ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা আবেদনের প্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ মো. আবদুর রহমানের আদালত এই নির্দেশ দেন।

দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসেন জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ তাদের মালিকানাধীন আরামিট গ্রুপ ও ইউসিবি ব্যাংকের অর্ধশত কর্মকর্তা কর্মচারীর ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলা চলমান রয়েছে।

এর মধ্যে জাবেদ ও তার স্ত্রী বিরুদ্ধে আরো ২৫ কোটি টাকা পাচারের নথিপত্র দুদকের হাতে এসেছে। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মালিকানাধীন মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করে দুদক। দুদকের আবেদন আমলে নিয়ে রোববার শুনানি দিন ধার্য করেন আদালত। সকালে শুনানি শেষে জাবেদ ও রুকমিলার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার নির্দেশ দেয় আদালত।

এর আগে সকালে জাবেদের ভোরে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের সিকদার বাড়ি এলাকায় স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বিপুল পরিমাণ নথি জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশে অর্থ পাচারে সংশ্লিষ্ট আব্দুল আজিজ ও উৎপল পাল নামক দুই ঘনিষ্ঠ সহযোগীকে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

রিমান্ডে থাকা আসামিদের দেয়া তথ্যের ওপর ভিত্তিতে রোববার ভোরে রুকমিলা জামানের কর্ণফুলী থানা এলাকার ওই বাড়িতে অভিযান চালায় দুদক।

এসব নথির মধ্যে জাবেদের বিদেশে অর্থ পাচার, বিভিন্ন বিল পরিশোধ, দেশে-বিদেশে সম্পদ, ভাড়া আদায়সহ নানা গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে দুদক জানিয়েছে।

এর আগে সাইফুজ্জামান ও রুকমিলার নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে-৯টিসহ অন্যান্য দেশেও বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ অন্যান্য স্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ দেয় আদালত।

এছাড়া গত ৫ মার্চ অপর এক আদেশে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দেয়া হয়। এসব ব্যাংক হিসাবে তাদের ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।

অপর আদেশে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দেরও আদেশ দেন আদালত। এছাড়া ২০২৪ সালের ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। কিন্তু তার আগেই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর স্বপরিবারে দেশ ছাড়েন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।