ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুন্দর ও নির্বিঘ্ন হজ¦ ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। হজ¦ এজেন্সিগুলোর সৃষ্ট সকল সমস্যা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। যাতে আগামী হজ¦ ব্যবস্থাপনার কার্যক্রমে কোনো সঙ্কট তৈরি না হয়। সউদী সরকার ১৫ বছরের নীচের শিশুদের নিরাপত্তার স্বার্থে হজে¦ গমন নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এ ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করার সুযোগ দেয়া হবে।

গতকাল বুধবার বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে হাব আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ফজলুল হক। এতে আরো উপস্থিত ছিলেন, হাবের সাবেক সভাপতি মো. ইব্রাহিম বাহার, সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া,সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট,বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, টোয়াব সভাপতি রাফিউজ্জামন।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, হাবের নির্বাচন এবার স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচিত নতুন কমিটিকে অভিনন্দন জানান। তিনি হাজীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য হজ¦ এজেন্সী মালিকদের প্রতি আহবান জানান।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার বলেন, হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই ওমরাহ ভিসা বন্ধ করে দেয়ায় ওমরাহ যাত্রীরা বিপাকে পড়েছে। যারা টিকিট কেটেছে তাদের টাকা যেন ফেরত পাওয়া যায়, ওমরাহযাত্রীরা যেন কোন ধরনের হয়নারীর শিকার না হতে হয় সে নির্দেশনা দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

হাবের পক্ষ থেকে মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, সউদী সরকার ওমরাহ ভিসা বন্ধ করে দেয়ায় হাজার হাজার ওমরাহ টিকিট কিনে এজেন্সিগুলো বিপদে পড়েছে। ওমরাহ ভিসা বন্ধ হওয়ায় হজ এজেন্সির মালিকরা হজযাত্রীদের বাড়ী ভাড়া করতে যেতে পারছেন না। বাড়ী ভাড়ার সময় বৃদ্ধি করতে হবে এবং হজ এজেন্সির মালিক প্রতিনিধিদের দ্রুত ভিসার ব্যবস্থা করতে হবে।