বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধের জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবকও কাজ করবেন বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। গত সোমবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক গোলটেবিল আলোচনায় মোহাম্মদ এজাজ বলেন, মশা নিয়ন্ত্রণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে জোর দিচ্ছে ডিএনসিসি। “জনচেতনতার বিকল্প নাই। তাই জনসচেতনতায় সর্বোচ্চ গুরুত্ব দেব। ‘গণপরিসরগুলোয়’ মশা নিধনে আধুনিক ফাঁদ পাতা হবে। মশা নিধনের কীটনাশকগুলোর মান পরীক্ষা করা হবে নিরপেক্ষ ল্যাবে।” বৈঠকে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম উপস্থিত ছিলেন।
রাজধানী
ঢাকা উত্তরে মশা নিয়ন্ত্রণে সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক
বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধের জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবকও কাজ করবেন বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
Printed Edition
