বিশ্বব্যাপী জনপ্রিয় আরবী বর্ণমালা ভিত্তিক গান ‘আলিফুন বা’ কিডস ক্রিয়েশন টিভি নির্মাণ করেছে নতুন আঙ্গিকে। প্রায় দেড়যুগ ধরে গানটি শিশুদের বিনোদন ও বর্ণমালা শিখিয়ে আসলেও থিডি অ্যানিমেশনে প্রথম এনেছে কিডস ক্রিয়েশন টিভি। ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগাতেও সমর্থ হয়েছে ভিডিওটি। কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় কার্টুন সিরিজ আব্দুল্লাহ’ ও তার দাদুর চরিত্রে তুলে ধরা হয়েছে কার্টুন গানটি।

বিশেষ করে কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ এর পরিকল্পনায় গানটির বাংলা ভার্সন লিখেছেন গীতিকবি বিলাল হোসাইন নূরী ও সুর করেছেন শিল্পী ও সুরকার মশিউর রহমান। জুলকার নাইনের কম্পোজিশনে সঙ্গীতায়োজন করেন শিল্পী মিরাদুল মুনীম। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মশিউর রহমান, শিশুশিল্পী মুমতাহিনা বিনতে আমিন, তাসনীম ফারহান মাহীর ও ফাতিন ইসশরাক মাহিরা । থ্রিডি ইনচার্জ মাজেদুর হাসু ও মিজানুর রহমান ও হাদিসুর রহমান অ্যানিমেশনের কাজটি সম্পন্ন করেন। ৯ মাসে গানটি ২টি ইউটিউব চ্যানেলে প্রায় ৪৩ মিলিয়ন ভিউ হয়েছে।