জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মহিউল ইসলাম। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর মহিউল ইসলাম ৯৯৯-এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি ৯৯৯-এর সুনাম অক্ষুন্ন রাখতে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে সহকর্মীদের কাজ করার আহ্বান জানান। মহিউল ইসলাম বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পেশাদারির সঙ্গে ৯৯৯-কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে। সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।