রাজধানী
সাতরাস্তা সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ
ঢাকার তেজগাঁও রেলগেইট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। গত শনিবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে পুলিশের ট্রাফিক বিভাগ, ট্রাক চালক সমিতি এবং মালিক সমিতির সঙ্গে সভায় তিনি এ নির্দেশ দেন।
Printed Edition
ঢাকার তেজগাঁও রেলগেইট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। গত শনিবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে পুলিশের ট্রাফিক বিভাগ, ট্রাক চালক সমিতি এবং মালিক সমিতির সঙ্গে সভায় তিনি এ নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, “তেজগাঁও এলাকার সড়কে শৃঙ্খলা নিশ্চিতে স্থায়ী সমাধান অবশ্যই করতে হবে। তবে বর্তমানে তেজগাঁও রেলগেইট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে জনসাধারণের চলাচলে দুর্ভোগ না হয়- সেটি নিশ্চিত করতে হবে। সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। আমরা ধাপে ধাপে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করব। কিন্তু তেজগাঁও রেলগেইট থেকে সাতরাস্তা পর্যন্ত ব্যস্ততম এই সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, তেজগাঁও রেলগেটের দুই পাশে হিউম্যান হলার ও টেম্পু দাঁড়াতে পারবে না। রেলগেইটের দুই পাশে-এমন ব্যস্ততম সড়কে লেগুনা ও টেম্পুর স্টেশন করা হয়েছে। এখানে এগুলো কোনোভাবেই থাকতে পারবে না। ডিএমপির ট্রাফিক বিভাগকে আহ্বান করছি- আপনারা এই সড়কে কোনো লেগুনা, টেম্পু দাঁড়াতে দিবেন না। সভায় ট্রাক-কভার্ড ভ্যান মালিক সমিতি ও ট্রাক-কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধিরা ট্রাক, পিকাপ, কভার্ড ভ্যান রাখার স্থায়ী সমাধানে একটি বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান। এছাড়া সাতরাস্তা থেকে ফার্মগেটে যেতে যে রেলক্রসিং রয়েছে তা সাতরাস্তা বরাবর সোজা করার প্রস্তাব দেন তারা। ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) সরওয়ার, যুগ্ম কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার ও কার্যকরী সভাপতি সৈয়দ মোহাম্মদ বকতিয়ার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সভায় উপস্থিত ছিলেন।