রাজধানী
মাঠ পার্ক ও জলাধার রক্ষায় ঈদের পর ডিএনসিসি রাজউকের যৌথ অভিযান
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যৌথভাবে ড্যাপে (বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫) প্রস্তাবিত সংরক্ষিত মাঠ, পার্ক ও জলাধার রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
Printed Edition

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যৌথভাবে ড্যাপে (বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫) প্রস্তাবিত সংরক্ষিত মাঠ, পার্ক ও জলাধার রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার গুলশান নগরভবনে ডিএনসিসি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রস্তাবিত এসব জায়গার মৌজা ও দাগ নম্বর নির্ধারণ করে জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোকে সেখানে খাজনা গ্রহণ ও জমি হস্তান্তর বন্ধ রাখার আহ্বান জানানো হবে। তিনি বলেন, সংরক্ষিত স্থানে যাতে কোনও অবৈধ স্থাপনা নির্মাণ না হয়, সে জন্য দ্রুত সাইনবোর্ড লাগানো হবে। সরকারি সংস্থার মালিকানাধীন জমি, খাস জমি ও খালি জায়গাগুলো সংরক্ষণে দ্রুত বাউন্ডারি নির্মাণের ব্যবস্থা করা হবে। এছাড়া, আসন্ন ঈদের পর রাজউক ও ডিএনসিসি যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ডিএনসিসির সচিব মামুন-উল-হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ এসএম শফিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।