DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত, আক্রমণ করবেন না -আইজিপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি বলেন, “আমাদের কাজ করতে দিন, আমাদের বাধাগ্রস্ত করবেন না। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করা থেকে বিরত থাকুন।”

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Printed Edition
DailySangram-Logo

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি বলেন, “আমাদের কাজ করতে দিন, আমাদের বাধাগ্রস্ত করবেন না। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করা থেকে বিরত থাকুন।”

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে বিশেষ কল্যাণ সভা ও মিডিয়া ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিছু সংখ্যক সদস্যের উচ্চাভিলাষ ও অন্ধ রাজনৈতিক আনুগত্যের কারণে নিরীহ পুলিশ ও সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে। এটি নিছক ভুলের ফলাফল, যার দায়ভার সেই ব্যক্তি বা গোষ্ঠীকেই বহন করতে হবে যারা এই ভুল সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আইন না মানার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকেই পুলিশের শাসনকে অস্বীকার করে চলতে চান, যা একেবারেই ভুল ধারণা। পৃথিবীর কোথাও এমন কোনো উদাহরণ নেই যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া একটি দেশ টিকে আছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত একটি সুসভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়।”

আইজিপি বলেন, “অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষা করতে না পারলে দেশের ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। তাই আমাদের সবার উচিত পুলিশের কাজে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম। এছাড়া উপস্থিত ছিলেনÑ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।