DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

লন্ডনের মিয়া ফ্যামিলি ফান্ডের উদ্যোগে ঢাকায় অন্ধ হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লন্ডনের মিয়া ফ্যামিলি ফান্ডের উদ্যোগে ঢাকার মগবাজার আলফালাহ মিলনায়তনে আব্দুল মোমিন ইয়াহইয়ার সভাপতিত্বে কুরআনের ধ্বনি

Printed Edition
london

লন্ডনের মিয়া ফ্যামিলি ফান্ডের উদ্যোগে ঢাকার মগবাজার আলফালাহ মিলনায়তনে আব্দুল মোমিন ইয়াহইয়ার সভাপতিত্বে কুরআনের ধ্বনি নামে অন্ধ হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান, পাবনা-১ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।

অনুষ্ঠানে পুরো দেশ থেকে মোট ২১ জন অন্ধ হাফেজ এবং ১৪ জন অন্ধ হিফজ ছাত্র অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা যাত্রাবাড়ি জামিয়া শায়েখ মুহাম্মদ হাসান দাদাও আল-ইসলামিয়া মাদানী নেসাব মাদরাসার মোহতামিম মুফতি আহমাদ শাওকি আফিফি। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা জেলার মনিম হোসাইন ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিবাডিয়া জেলার এমদাদুল বারি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জ জেলার তামিম আহমাদ। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারীকে আকর্ষণীয় বিশেষ পুরস্কার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।