DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

বুক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ, মতিঝিল কার্যালয় -এর উদ্যোগে সোসাইটির শেয়ার হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী, লেখক, গ্রাহক, পাঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Printed Edition
sfs
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শামসুল আলম-সংগ্রাম

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ, মতিঝিল কার্যালয় -এর উদ্যোগে সোসাইটির শেয়ার হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী, লেখক, গ্রাহক, পাঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম। প্রোগ্রামে সভাপতিত্ব করেন সোসাইটির পরিচালক প্রশাসন ঢাকা অ্যাডভোকেট এস এম কামালউদ্দীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ইউসুফ আলী, ইঞ্জিনিয়ার মেছবাহ উদ্দিন খান, পরিচালক মার্কেটিং (ঢাকা) এডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ। বুক সোসাইটি মতিঝিল কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান-এর উপস্থাপনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ মূসা। প্রেস বিজ্ঞপ্তি।