আহত হওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করা সেই এএসআই মো. মেসবাহ উদ্দিনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এএসআই মেসবাহ’র এ পদকপ্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন।

গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেফতার করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন।