DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

রহমত মাগফেরাত নাজাতের মাস রমযান

পবিত্র রমযান মাসেই কোরআন নাজিল হয়েছিল। আর কোরআন নাযিল হওয়ার কারণেই পবিত্র রমযানের গুরুত্ব সবচেয়ে বেশি। মহিমান্বিত এ মাসের অষ্টম দিন আজ। আর দুদিন পর সমাপ্তি ঘটবে রহমতের দশকের।

Printed Edition
afaf

মিয়া হোসেন: পবিত্র রমযান মাসেই কোরআন নাজিল হয়েছিল। আর কোরআন নাযিল হওয়ার কারণেই পবিত্র রমযানের গুরুত্ব সবচেয়ে বেশি। মহিমান্বিত এ মাসের অষ্টম দিন আজ। আর দুদিন পর সমাপ্তি ঘটবে রহমতের দশকের।

পবিত্র রমযানে কোরআন নাযিলের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ‘রমযান মাস, যে মাসে নাজিল করা হয়েছে আল-কোরআন, মানুষের জন্য হিদায়াতরূপে এবং পথনির্দেশনার প্রমাণ ও সত্য-মিথ্যা পার্থক্য নির্ণয়কারী হিসেবে (সুরা-২ বাকারা, আয়াত: ২৮৫)।’

কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, যা সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে। এরপর কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবী বা রাসুল আসবেন না; এটিই কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ।

কোরআনের অংশবিশেষ পাঠ ব্যতিরেকে প্রধান ইবাদত নামাযও আদায় হয় না। এ জন্যই সহিহভাবে কোরআন তিলাওয়াত শিখতে হবে। কমপক্ষে নামায পড়তে যতটুকু প্রয়োজন, ততটুকু শেখা ফরজে আইন।

কোরআন নাজিলের কারণেই শবে কদরের ফজিলত আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি (সুরা-৯৭, আয়াত: ১)।’ যে মানুষ যত বেশি কোরআনের ধারক-বাহক হবেন, তার সম্মানও তত বেশি হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং আল্লাহর খাস পরিবারভুক্ত।’ ‘যে অন্তরে কোরআন নেই, তা যেন পরিত্যক্ত বিরান বাড়ি।’ ‘হাশরে বিচারের দিনে কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে হুজ্জত হবে (মুসলিম)।’

কোরআন অর্থ পড়া, পাঠ করা, পাঠযোগ্য, যা বারবার পাঠ করা হয়। কোরআন মজিদ দুনিয়ার সর্বাধিক পঠিত, সর্বাধিক ভাষায় অনূদিত ও সর্বাধিকসংখ্যক প্রকাশিত গ্রন্থ। যারা কোরআন তিলাওয়াত, চর্চা ও অনুশীলন করবে না, তাদের বিরুদ্ধে রোজ কিয়ামতে আল্লাহর আদালতে প্রিয় রাসুল (সা.) অভিযোগ করবেন। রাসুল আকরাম (সা.) বলবেন, ‘হে আমার রব! এই লোকেরা কোরআন পরিত্যাগ করেছিল (সুরা-২৫ ফুরকান, আয়াত: ৩০)।’

কোরআন মজিদ শিক্ষা করা ফরজ, শিখে ভুলে গেলে মারাত্মক গুনাহ হয়; অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে। তাই কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তিলাওয়াত করা জরুরি। যারা পড়তে জানেন না, তাদের শিখতে হবে, যারা শিখে ভুলে গেছেন, তাদের পুনরায় পড়তে হবে; যারা ভুল পড়েন, তাদের সহিহভাবে পড়া শিখতে হবে।