রাজধানী
ড্যাব’র ইফতার মাহফিল
ডাক্তারদের অন্যতম সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আগামীতে পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে। সংগঠনটির যে সদস্যরা অতীতে দেশের প্রতিটি দুর্যোগ ও সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছে তারাই
Printed Edition

ডাক্তারদের অন্যতম সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আগামীতে পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে। সংগঠনটির যে সদস্যরা অতীতে দেশের প্রতিটি দুর্যোগ ও সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছে তারাই নির্ধারণ করবে নতুন নেতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা. পারভেজ রেজা কানন, ড্যাবের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট ডা. এমএ সেলিম, কোষাধক্ষ্য জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান, ও ড্যাবের যুগ্ম সম্পাদক শাহ মো. আমানুল্লাহ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. মো. মজিবুর রহমান, সঞ্চলনায় ছিলেন দক্ষিণের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মাদ নিয়াজ শহীদ রানা।
অনুষ্ঠানে নেতারা জনপ্রিয় এই সংগঠনের বিদ্যমান কমিটির নেতৃত্বে গত ৪ বছর ধরে পরিচালিত বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা প্রদানে সংগঠনটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তারা।
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. মজিবুর রহমান বলেন, আমরা প্রতিটি মুহূর্তে দেশের মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। করোনা মহামারি কিংবা ভয়াবহ বন্যা, সবসময় সবার এগিয়ে এসেছে আমাদের ডাক্তাররা। বিশেষ করে জুলাই আন্দোলনে চাকরির কথা না ভেবে আহতদের চিকিৎসা চালিয়ে গিয়েছেন সদস্যরা। যাত্রাবাড়ি এলাকা যখন রণক্ষেত্র তখনও রাজপথ ছাড়েনি এই্ চিকিৎসক পেশাজীবীরা।