নারী প্রয়াস আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, নারী মানুষ হিসাবে সম্মান চায়। তাদের সিদ্ধান্তের সম্মান ও মূল্যায়ন চায়। মেধার মানদন্ডে কোন পার্থক্য নেই। গতকাল শনিবার "আন্তর্জাতিক নারী দিবস ২০২৫" উপলক্ষে ধানমন্ডি ডাব্লিউ ভি এ মিলনায়তনে সম্মিলিত নারী প্রয়াসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’।

আলোচনা সভায় প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ শুরু হয়েছে। আমি জুলাই আন্দোলনের কথা বার বার বলি কারণ আমরা ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দীর্ঘ যাত্রা আমরা শুরু করেছি।

তিনি বলেন, সমাজে অনেকে পুরুষ বিদ্বেষী হয়ে উঠছেন। একজন ধর্ষণকারী সে পুরুষ নন, তিনি শুধুই একজন ধর্ষক। জুলাই গণআন্দোলন সফল হয়েছে তার বড় একটা কারণ হাজার মায়েরা তাদের সন্তানদের এগিয়ে দিয়েছেন। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সহসভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর কবিতা ’আমি ছাত্র’ ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়।

সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, ফারহান, মুগ্ধর মা আজ সকলের মা। মা, মাতৃভূমি এ যে এক তা আজ আমরা বুঝতে পারছি। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বে পালিত হচ্ছে ১’শ বছর। বাংলাদেশে ৫০ বছর ধরে পালিত হচ্ছে। এখনও আমাদের অধিকারের কথা বলতে হয়। তাহলে মানবাধিকারের কি মানে। নারী কি তাহলে মানুষ নয়। আমরা নির্যাতিত হতে হতে নিজের পরিচয় ভুলে গেছি। বিশেষ অতিথি জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের মা ফারহানা দিবা রমযান মাসে ছেলের জন্য রহমতের দোয়া চান সবার কাছে। এখন প্রতি মুহূর্তে তার সময কাটে ছেলের কথা মনে করে। শদীদদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়।

সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে গেছি। যে অন্যায় অত্যাচার দেখেছি তাতে মনে হয়েছে আমরা গাজায় বসবাস করছি। অশ্রুসিক্ত নয়নে স্মরণ করছি তাদের কথা যাদের রক্তের বিনিময়ে আজ আমারা এই বাক স্বাধীনতা পেয়েছি। যে ঐক্য আমাদের মাঝে ঐসময় ছিল সেই ঐক্য যেন আমরা ভুলে না যাই। আমরা ন্যায্য অধিকার সেইটুকু চাই যেটুকু কুরআন হাদিস আমাদের দিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. প্রফেসর শামীমা তাসনীম, সভায় আরো ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সহ-সভাপতি প্রফেসর ড. আবিদা সুলতানা ও ডা. ফাতেমা ইয়াসমিন। উপস্থাপনায় ছিলেন সহ-সেক্রেটারি মাহসিনা মমতাজ মারিয়া। প্রেস বিজ্ঞপ্তি।