জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে গতকাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।
নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে মামলার এজাহারে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটিতে স্ত্রী উষা রাণীর সঙ্গে নারায়ণ চন্দ্রকেও আসামী করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ ভোগদখলে রাখার প্রমাণ পাওয়ার কথা বলছে দুদক। গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের দুই মাস পর ২০২৪ সালের ৬ অক্টোবর গ্রেপ্তার হন খুলনা ৫ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে তিনি আটক হন। তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায়ও একাধিক মামলা রয়েছে।
৭৯ বছর বয়সী এ রাজনীতিক দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পেয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। কর্মজীবন শুরু করেছিলেন স্কুল শিক্ষক হিসেবে। একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়েছিলেন।