রাজধানী
জাতিসংঘের মহাসচিব আসছেন আজ
ইফতার করবেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসছেন আজ বৃহস্পতিবার। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসার উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। অবশ্য তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন বলে জানানো হয়েছে।
Printed Edition

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসছেন আজ বৃহস্পতিবার। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসার উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। অবশ্য তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন বলে জানানো হয়েছে। এ বিষযে গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসার বিষয়টি জানান। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। প্রফেসর মুহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন যে কিভাবে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বের নজরে আনা যায়। অনেক সংকটের মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা ধামাচাপা পাড়ে গেছে। বড় বড় শক্তিগুলো তাদের নিয়ে কথা বলবেন। যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারেন। রোহিঙ্গাদের পেছনে প্রতি মাসে ১৫ মিলিয়ন ডলার খরচ হচ্ছে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় তিনি আসবেন বাংলাদেশে। প্রথম দিন তার কোন কর্মসূচি নাই। চলে যাবেন ১৬ তারিখ। সেই হিসেবে তিনি ৪ দিন অবস্থান করবেন বাংলাদেশে। মূলত তিনি শুক্রবার এবং শনিবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। শুক্রবার তিনি প্রথমে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। একইসাথে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজার দিয়ে প্রধান উপদেষ্টার আলাদা কিছু প্রোগ্রাম আছে। সেখানে প্রধান উপদেষ্টা বিমানবন্দরের একটি প্রজেক্ট উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্বাস্তুকেন্দ্র পরিদর্শন করবেন। সেইসাথে একটি মডেল মসজিদও উদ্বোধন করবেন।
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে একটা প্রোগ্রাম আছে। সেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতির ওপর একটি প্রেজেন্টেশন দেওয়া হবে। সেখান থেকে চলে যাবে রোহিঙ্গাদের কালচারেল সেন্টারে। পাশাপাশি রোহিঙ্গ তরুণদের সাথে বসবেন এবং সেখানে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। এই প্রোগ্রামগুলো শেষ হলে তিনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এরমধ্যে প্রধান উপদেষ্টা কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যোগ দিবেন। তারা দুজন অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এক লাখ রোহিঙ্গা ইফতারিতে অংশ নিবেন। এই ইফতারির আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার সৌজন্যে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানান। তিনি বলেন, শিশুটির কন্ডিশন ভাল না। তার কোমা লেবেল ৫ থেকে ৩ এ নেমেছে। তিনি শিশুটির জন্য দোয়া চান। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।